উখিয়ায় সড়ক দূর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী আহত
ইমরান আল মাহমুদ • কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া মেরিন ড্রাইভ সড়কে সড়ক দূর্ঘটনায় তিনজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার(২৩ এপ্রিল) বিকেলে। আহতরা হলেন,হাসেম(২৫),দিলদার(২২) ও এরশাদ(১৪)। স্থানীয়রা জানায়,রবিবার বিকেলে ডেইলপাড়া মেরিন ড্রাইভ সড়কে মিনি টমটম(ইজিবাইক) চাপায় একটি মোটরসাইকেল(যার নং কক্সবাজার-হ ১১-৯৩৫২) নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন আরোহী আহত হয়।