পাহাড়খেকোদের সঙ্গে মহেশখালী ‘দাবড়ে’ বেড়ান রেঞ্জার, ব্যবস্থা নেন না কারও বিরুদ্ধে
এস এম রুবেল • শুক্রবার সকাল ১০টা। কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী দেবাঙ্গাপাড়া এলাকায় মাটি কেটে পাহাড় সাবাড় করছিল পাহাড়খেকোরা। মূল সড়ক ধরে ৬টি ডাম্পার ট্রাকে করে নেওয়া হচ্ছিল পাহাড়ের মাটি। এ খবর জানানোর জন্য স্থানীয়রা ফোন করেন স্থানীয় রেঞ্জার খাঁন জুলফিকার আলীকে। কিন্তু তিনি ফোন ধরছিলেন না। একাধিকবার ফোন দিয়েও