ইমরান আল মাহমুদ: নিষেধাজ্ঞা অমান্য করে উখিয়ার উপকূলের ইনানী, জেলে পল্লী সহ কয়েকটি ঘাট থেকে প্রতিদিন সমুদ্রে নামছে মাছ ধরার ট্রলার। এতে প্রজননে উপকূলে আসা মা মাছগুলো সহজে ধরা পড়ছে জেলেদের জালে। পাশাপাশি উপকূলের সোনারপাড়া, ডেইলপাড়া,ইনানী পয়েন্টে কারেন্ট জাল বসিয়ে আহরণ করা হচ্ছে মাছ। জানা যায়, ইলিশসহ সামুদ্রিক ৪শ ৭৫