|■| আজান – পৃথিবীর সবচেয়ে মধুর সুর আযান শব্দের অর্থ আহ্বান। মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রার্থনা করার জন্য যে শব্দের মাধ্যমে ডাকা হয় তাকেই আযান বলা হয়। আযানের শব্দ এবং সুরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ এবং সুর। আযানের শব্দ গুলো সুন্দর এবং গুচ্ছ গুচ্ছ সাজানো মুক্তোর মতো।
মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সবকিছু আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী হয়, তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পুণ্যময় করে দেন। অন্য সবকিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর,