উখিয়ায় তিনটি অবৈধ স’মিল উচ্ছেদ,১শ ঘনফুট কাঠ জব্দ!
ইমরান আল মাহমুদ: উখিয়া উপজেলার বনাঞ্চল রক্ষায় মাঠে তৎপর হয়ে উঠেছে প্রশাসন ও বনবিভাগ। রাতের আঁধারে বনের গাছ কেটে সুকৌশলে চোরাইপথে স’মিলে এনে চিরাই করছে একটি চক্র। বনাঞ্চল উজাড় করে আনা গাছ চিরাইয়ের জন্য অবৈধভাবে স্থাপন করা হয় স’মিল। যেটি করাতকল নামে পরিচিত। মঙ্গলবার(১৬ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের