টেকনাফ প্রতিনিধি : প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে আরকান আর্মির সাথে যোগাযোগ তৈরি করেছে বাংলাদেশ। গত ২৭ ফেব্রুয়ারি, রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি আরো জানান, বাংলাদেশের পক্ষ থেকে আরকান আর্মি’কে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহবান জানানো হয়েছে।