সোয়েব সাঈদ, রামু •
রামুতে প্রধানমন্ত্রীর উপহার মুজিব বর্ষের ঘর পেলো আরও ২০২ পরিবার। বুধবার (২২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রামু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) নাছিম আহমেদ।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, রামু উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া প্রমুখ। অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল হাকিম।
প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পেয়ে উচ্ছ্বসিত রাজারকুল ইউনিয়নের রামকোট ঘোনারপাড়া এলাকার রোমা রাণী ধর, রশিদনগর ইউনিয়নের কামাল হোসেন অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন। রামু উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-