মঞ্জুর কোম্পানির নেতৃত্বে অর্ধ কোটি টাকার মায়ানমারের সিগারেট ছিনতাই

ডেস্ক রিপোর্ট •

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মন্জুর কোম্পানির নেতৃত্বে মায়ানমারের অর্ধ কোটি টাকার সিগারেট ছিনতাই।

গত ১৭ মার্চ রাত ৩টার দিকে জালিয়া পালং প্রাথমিক বিদ্যালয়ের পাশে দোকানের সামনের সড়কে অবৈধ সিগারেট বোঝাই ছারপোকা গাড়িকে ব্রিকেট দিয়ে টাকা ও মায়ানমারের অবৈধ সিগারেটসহ প্রায় কোটি টাকার সিগারেট ডাকাতি করেছে বলে স্হানীয় সুত্রে জানা গেছে।

এদিকে, সূত্রে জানা যায়, বন ও পরিবেশ অধিদপ্তরের ৫টি মামলা এবং পশ্চিম পাইন্যাশিয়া মৃত সোনা আলীর মেয়ের গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মঞ্জুর কোম্পানির সিন্ডিকেটে ওই এলাকার মৃত আহমেদ হোসেনের পুত্র বন ও পরিবেশ অধিদপ্তরের ৪ মামলার আসামী তোফাইল আহমদ, কামাল উদ্দিনের ছেলে বন ও পরিবেশ অধিদপ্তরের ২ মামলার আসামী রুহুল আমিন প্রকাশ রুবেল ড্রাইভার, মোহাম্মদ প্রকাশ মাউত্তার ছেলে আনোয়ার, রাজাপালং পিনজিরকুল এলাকার মৃত মির জাফরের ছেলে আবু তাহের কোম্পানি।

সূত্রে আরও জানা যায়, সিন্ডিকেটের অন্যতম হোতা আবু তাহের কোম্পানি দক্ষিণ পাইন্যাশিয়া কাছিম আলীর মেয়ের ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি।

ডাম্পারের মালিক ও পাহাড় খেকো মনজুরের নেতৃত্বে এই সিগারেট গুলো ডাকাতি করেছে বলে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিশ্চিত করেছেন।

আরও খবর