আমদানি-রপ্তানীতে দক্ষিণ এশিয়ান কেন্দ্রবিন্দু হবে ঘুমধুম: টিম গ্রুপের চেয়ারম্যান রাকিব

নিজস্ব প্রতিবেদক •

দেশের স্বনামধন‌্য প্রতিষ্টিত শিল্প প্রতিষ্টান টিম গ্রুপের চেয়ারম‌্যান আব্দুল্লাহিল রাকিব ঘুমধুমের আকিজ গ্রুপের কুমির প্রজেক্ট, রেডিয়েন্ট বিজনেস কনর্সোরর্টিয়াম লিঃ ও আমিন মোহাম্মদ গ্রুপের প্রকল্পসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ও বাণিজ্যিক প্রতিষ্টান পরিদর্শন করেছেন।

রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে দেশের স্বনামধন‌্য প্রতিষ্টিত শিল্প প্রতিষ্টান টিম গ্রুপের চেয়ারম‌্যান আব্দুল্লাহিল রাকিব ও জিএম ওয়াহিদুর রহমান ঘুমধুম আগমন করলে ফুল দিয়ে বরন করে নেন, ঘুমধুম ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি এম. ছৈয়দুল বশর, আওয়ামীলীগ নেতা বারেক আজিজ, সাবেক ছাত্রলীগ নেতা শাহ জাহান, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন সিকদার, সাংবাদিক মাহমুদুল হাসান, তারেক প্রমূখ।

এ দিকে টিম গ্রুপের চেয়ারম‌্যান আব্দুল্লাহিল রাকিব ঘুমধুমের চলমান প্রকল্পের স্থান পরিদর্শন করেন এবং রেডিয়েন্ট গার্ডেন ও আকিজ গ্রুপের প্রকল্প কুমির প্রজেক্টের সকল কর্মকর্তা-কর্মচারীর খোঁজ খবর নেন পাশাপাশি বিভিন্ন প্রকল্পের বিষয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর ঘুমধুম খুব শীঘ্রই দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমার, চিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, জাপান সহ আটটি দেশের সাথে সংযুক্ত হয়ে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানির প্রাণ কেন্দ্রে পরিণত হবে। এতদাঅঞ্চলের মানুষ সুফল ভোগ করবে। আন্তর্জাতিক পরিমন্ডলে আরো বিস্তৃত হবে বাংলাদেশ।

আরও খবর