উখিয়ার একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত ২

আবদুল্লাহ আল আজিজ ও আজিজুল হক রানা :

 

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী টাওয়ার সংলগ্ন ঢালুতে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থা আশংকাজনক।

হতাহতের বিষয়টি উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী টিভি টাওয়ার এলাকায় কাভার্ড ভ্যান ও মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক রাপী মিয়া (২৫) নিহত হয়। সে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর তাজনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে একই স্থানে আধঘন্টা পর একটি এম্বুলেন্স উল্টে একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, টেকনাফমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ঢালু দিয়ে নামার সময় বিপরীতমুখী মালবাহী একটি ছারপোকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা তিনজনকে উদ্ধার করে এমএসএফ হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, একই স্থানে আধঘন্টা পর একটি এম্বুলেন্স উল্টে আরেকজন নিহত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে কথা বলে হতাহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।

আরও খবর