রোহিঙ্গা নাগরিকের বিয়ে খাগড়াছড়িতে, পাসপোর্ট করতে গিয়ে ধরা

খাগড়াছড়ি •


মো. মাতালম, পিতা আবু সৈয়দ। রোহিঙ্গা নাগরিক হলেও সে বিয়ে করেছে খাগড়াছড়ি থেকে। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলতে এসে আঙ্গুলের ছাপ দিতে গিয়ে সন্দেহ হয় কর্তৃপক্ষের।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১৩ মার্চ) বিকেলে খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানীতে এ আদেশ দেন।

একইসাথে গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের নামে ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন করতে সহযোগিতাকারীদের সংশ্লিষ্ট মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি তদন্তে দুদককে অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলতে এসে আঙ্গুলের ছাপ দিতে গিয়ে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয় মো. মাতালমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

আরও খবর