গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা আইস ও ইয়াবার চালানসহ তিন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি। উক্ত অভিযানে মাদক পাচারে ব্যবহার হওয়া দুটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।
ধৃত কারবারীরা হচ্ছে-উখিয়া কুতুপালং ৩নং রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসাইন’র পুত্র মো. সাকের (২২), বালুখালী ১২নং ক্যাম্পের আবু ছিদ্দিক’র পুত্র মো.জাবের (১৯) এবং মিয়ানমারের মংডু সিকদার পাড়া এলাকার হাছনের পুত্র মো. ইউনুছ (২৩)।
১৪ মার্চ (মঙ্গলবার) গভীর রাতে প্রেস বার্তার মাধ্যমে নাফ নদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মুহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার থেকে মাদকের একটি চালান নাফনদ দিয়ে পাচার হয়ে আসছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী বিজিবির একটি চৌকষ দল জালিয়ারদ্বীপ এলাকায় নৌকা যোগে কৌশলগত অবস্থান গ্রহন করে।
এসময় মিয়ানমার থেকে দুটি কাঠের নৌকায় করে ৮/১০ জন ব্যক্তি সীমান্ত অভিমুখে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে শুন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ধাওয়া করে ৩ জনকে দুটি কাঠের নৌকাসহ আটক করা হয়। নৌকা দুটিতে তল্লাশী করে ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত তিন কারবারী,জব্দকৃত মাদক ও নৌকা গুলো আইনী প্রক্রিয়া শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।##
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-