টেকনাফ অফিস •
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১১ মার্চ) সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে বিসিজি স্টেশন সেন্টমার্টিন।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বিসিজি স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন কেয়া বন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় কেয়া বনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৫টি পরিত্যক্ত বস্তা দেখা যায়। বস্তাগুলো তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। অবৈধ বিদেশি মদ পাচারকারীরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিদেশি মদ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-