নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরে চলাচলরত প্রত্যেক গাড়ির চালককে ডাটাবেজের আওতায় আনা হবে। প্রত্যেক চালকের ছবিসহ ডাটাবেজ হবে এবং তাতে কিউআর কোড সন্নিবেশ করা হবে। এর ফলে পর্যটকরা ওই কিউআর কোডের মাধ্যমে চালকের সম্পর্কে বিস্তারিত তথ্য পাবে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।
পর্যটন নগরী কক্সবাজারে নিরাপদ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ ‘ট্রাফিক সচেতনতা পক্ষ’ কার্যক্রম হাতে নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরের কলাতলীর ডলফিন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম।
এসময় পুলিশ সুপার বলেন, পূর্ণাঙ্গ ডাটাবেজ এবং কিউআর কোড সন্নিবেশ করা হলে চালক এবং যাত্রীদের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হবে। ফলে গাড়ির মাধ্যমে যেসব অপরাধ হয় তা আর হবে না। গাড়িতে উঠে যদি কখনো কোন পর্যটক বিপদে পড়ে তখন অভিযোগ জানাতে পারবে। নিরাপদ পর্যটন নগরী গড়তেই এ উদ্যোগ।
ট্রাফিক সচেতনতা পক্ষ’র এবারের শ্লোগান ‘সুন্দর করে গাড়ি চালান, জরিমানা এড়িয়ে চলুন।’ এসময় জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারনাও চালানো হয়। বেশকিছু মোটরসাইকেলে লাগানো হয় স্টিকার।
পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম বলেন, ‘ট্রাফিক আইন অমান্য করলে শাস্তি অনিবার্য। যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। এ বিষয়ে কঠোর নজরদারি করা হবে।’
কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জসিম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের মোঃ আমজাদ হোসেন, পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন, মোঃ তুহিন আহমেদ, এস এম শওকত হোসেন, নির্মল দেবনাথ, পলাশ চন্দ্র সাহা, মোঃ রফিকুল রহমান, ট্রাফিক সেক্টরের ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-