সোয়েব সাঈদ, রামু •
দীর্ঘ ২০ বছর পর আজ ১০ মার্চ অনুষ্ঠিত হচ্ছে রামু উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে রামু উপজেলার ১১টি ইউনিয়নে যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলন শেষে উপজেলা যুবলীগের নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া জানিয়েছেন- আজ শুক্রবার, ১০ মার্চ বিকালে রামু চৌমুহনী স্টেশনের উত্তর পাশের্^ ত্রি-বার্ষিক সম্মেলন এবং সন্ধ্যায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলন ও কাউন্সিল সফলভাবে আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় যুবলীগের সমন্বয়ক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। সম্মেলন উদ্বোধন করবেন- কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল আলম, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন আজ ও ইশতিয়াক আহমেদ জয়। সম্মেলনে সভাপতিত্ব করবেন- রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম।
সম্মেলন সঞ্চালনা করবেন- রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া।
ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে কক্সবাজার জেলা যুবলীগ নেতৃবৃন্দের কাছে পদ-প্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এরমধ্যে সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ১৭ জন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ১ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ পদপ্রত্যাশী আবেদনপত্র জমা দিয়েছেন। গত ১০ ফেব্রæয়ারি ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত এসব আবেদন জমা দেয়া হয়। এরপর থেকে রামু উপজেলা যুবলীগ কমিটির নেতৃত্বে আসতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা তৃণমূল্য নেতৃবৃন্দের সাথে গণসংযোগ, দলের উর্দ্ধতন নেতৃবৃন্দের কাছে তোড়জোড় সহ ব্যাপক তৎপরতা চালিয়ে আসছেন।
রামু উপজেলা যুবলীগের কাংখিত এ সম্মেলনে সভাপতি পদের জন্য জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জোয়রিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, জেলা যুবলীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান সম্পাদক পলক বড়–য়া আপ্পু, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রজত বড়–য়া রিকু, রামু উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক রতন বড়–য়া ও তারেক মাহমুদ।
সাধারণ সম্পাদক পদে জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দীন, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমুদুল করিম চৌধুরী রুবেল, রামু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূট্টো, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদ আলী, রামু উপজেলা যুবলীগের সদস্য বিপুল বড়–য়া আব্বু, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মো. মোয়াজ্জেম মোর্শেদ, নাহিদুল ইসলাম, ইমাম হোসেন ইমরান, আব্দুল শুক্কুর, হালিম রায়হান, মিজানুর রহমান, আজিজুল হক, আব্দুল্লাহ আল নোমান। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে ইয়াছির আরাফাত, সাংগঠনিক পদে সাইফুল ইসলাম ও আবদুর রহিম জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা মতে আজ ১০ মার্চ রামুতে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-