সমুদ্র সৈকতকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হোটেল বিচ ভিউ’র ভিন্নধর্মী কর্মসূচি

এন.এ সাগর:
সমুদ্র বাঁচলে দেশের পর্যটন বাঁচবে, আসুন সৈকত পরিষ্কার রাখি” এই শ্লোগানে কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে হোটেল বিচ ভিউ।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৮ টায় হোটেল প্রঙ্গন থেকে বর্নাট্য র্যালি শুরু করে সমুদ্র সৈকতে শেষ হয়,পরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা পয়েন্টে বালিয়ারিতে থাকা আবর্জনা নির্দিষ্ট স্থানে পেলার জন্য বীচ ক্লিনিং করা হয়।
এদিকে কক্সবাজারে আগত পর্যটকদের সচেতন করার লক্ষ্য হোটেল কতৃপক্ষ ব্যতিক্রম আয়োজন।

হোটেলটির সত্ত্বাধিকারী আব্দুল মালেকের আয়োজনে বৃহস্পতিবার সকালে হোটেল বিচ ভিউ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‍্যালি বের হয়। সচেতনতামূলক র‍্যালিটি সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

পরে সৈকতের লাবনী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত বালিয়াড়িতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে অংশগ্রহণকারীরা।

এক্সিকিউটিভ ডিরেক্টর,হোটেল বিচ ভিউ নজরুল চৌধুরী বলেন, বলছে, কক্সবাজারে আগত দেশি বিদেশি পর্যটকদের মাঝে সচেতনতা বাড়াতে ভিন্ন এই আয়োজন করা হয়েছে।

ম্যানেজিং ডিরেক্টর,হোটেল বিচ ভিউ আব্দুল মালেক বলেন, এদিকে সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো যথাযথ সংরক্ষণ, পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিদের মনোযোগ আকর্ষণ করতে নানা আয়োজনের কথা জানায় হোটেল বিচ ভিউ কর্তৃপক্ষ।

কর্মসূচিতে থাকছে, স্থানীয় জনগণ ও পর্যটকদের সম্পৃক্ততায় পথ-আলোচনা এবং সৈকতের আবর্জনা পরিষ্কার।

পর্যটন শিল্প আমাদের দেশের জন্য বিপুল সম্ভাবনাময়ী ক্ষেত্র। যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারে কিন্তু আমাদের পর্যটন কেন্দ্রগুলো অবহেলায় অসচেতনায় হুমকির মুখে পড়েছে। ফলে বিদেশী পর্যটক বিমুখ হচ্ছে। দেশ হারাচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি আমাদেরও কর্তব্য রয়েছে। এ ক্ষেত্রে জনসাধারণের সচেতনাতার কোন বিকল্প নেই। সেই লক্ষ্যে আমরা জনগণের সচেতনতা বৃদ্ধিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। যা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হতে থাকবে।

পিসৌল হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনায় ‘রিসোর্ট বীচ ভিউ’ এর সৌজন্যে এই অনুষ্ঠানটি আয়োজন করছে ট্যুরিজম কম্পানি ‘ট্যুরেট ট্রিপস লিমিটেড। নিবেদন করছে কম্পোজার রিয়েল এস্টেটস লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্মাতা কচি খন্দকার, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মসহযোগীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমুদ্র বাঁচলে দেশ (পর্যটন) বাঁচবে আসুন সৈকত পরিষ্কার রাখি-এই স্লোগানকে সামনে রেখে শেষ হয় বীচ ক্লিনিং।

আরও খবর