উখিয়ায় ইয়াবা নিয়ে ধরা পড়লো মাদক কারবারি!

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

৯ মার্চ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫টায় উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিম পাড়া এলাকায় অ অভিযান চালায় র‍্যাব।

আটককৃত যুবক ওই এলাকার মৃত ইলিয়াসের পুত্র কামাল উদ্দিন (৩৫)।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: জামিলুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে চার হাজার ইয়াবা উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক ইয়াবা বিভিন্ন উৎস হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর