ইমরান আল মাহমুদ,উখিয়া:
”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”,শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, রাজাপালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম সহ প্রমুখ।
বক্তারা বলেন,”নারী পুরুষ সমান অধিকার অর্ধেক পুরুষ অর্ধেক নারী। নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে ছেলে-মেয়ে কোনরকম বৈষম্য সৃষ্টি করা যাবে না। পৃথিবীর সকল জায়গায় নারী পুরুষ সমান অধিকার বাংলাদেশে এই অধিকার বাস্তবায়ন করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-