কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটক হয়েছেন: উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা আমির হামজার ছেলর সাদ্দাম হোসেন (৩১)।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-