টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ নেতার পুত্র গ্রেফতার!

টেকনাফ অফিস •


টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আবদুল মজিদ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে টেকনাফ ডিএনসি।

সে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি হাফেজ আহমদ’র পুত্র।

টেকনাফ ডিএনসি অফিসে কর্মরত সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা (মুকুল) জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ৫ মার্চ (রবিবার) রাত ১০টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ আব্দুল মজিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

টেকনাফে মাদক কারবারিদের বেশ কয়েকটা চক্র এখনো সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে অত্র এলাকার অসহায় মানুষ গুলোকে বেশী টাকার লোভ পেলে চালিয়ে যাচ্ছে মাদক পাচার।

ধৃত আব্দুল মজিদও টেকনাফ কেন্দ্রীক একটি শীর্ষ ইয়াবা চক্রের অন্যতম সদস্য বলেও দাবি করেন ডিএনসির এই কর্মকর্তা।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

আরও খবর