উখিয়ায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ করল প্রশাসন

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল  :


কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ স্থাপনা ও একটি বরফ কল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া স্টেশনে ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

রবিবার (৫ মার্চ) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার কোটবাজার কাঁচা বাজার ও স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ। এসময় উখিয়া থানা পুলিশের একটি টিম সাথে ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে কোটবাজার স্টেশনের কাঁচা বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে। বিভিন্ন সময় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা ও একটি বরফকল উচ্ছেদ করে দেয়। একই সাথে বাজারের লাইনের সাথে সংযুক্ত বাকি ২টি স্থাপনার মালিককে নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,” দুপুর ১২টার দিকে কোর্টবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৪-৫টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। তাছাড়া অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্ক করা হয়। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। “

আরও খবর