সংবাদ বিজ্ঞপ্তি •
উপসচিব হিসেবে পদোন্নতি ও বদলীজনিত বিদায় উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: আমিন আল পারভেজকে সম্মাননা স্মারক প্রদান করেছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার (২রা মার্চ) সন্ধ্যায় কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির অফিস কার্যালয়ে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীরসহ নেতৃবৃন্দ।।
উল্লেখ্য, এডিসি আমিন আল পারভেজ ইতোপূর্বে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে বদলী হয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-