উখিয়ায় নির্যাতনের মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় নারী নির্যাতন মামলা করায় বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়েছে বিবাদী পক্ষ।

কক্সবাজার আদালতে করা মামলায় আসামি করা হয় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর বটতলী এলাকার আক্তার কামালের ছেলে জসিম উদ্দিনকে। কিন্তু এবার মামলার বাদী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন।

২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উখিয়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) তে তিনি উল্লেখ করেন, মামলা করার করার কারণে আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে।

গত কিছুদিন যাবৎ বাড়ির সামনে ভয়ভীতি প্রদর্শন করে টিনের চালে ঢিল নিক্ষেপ করছে এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করছে।

এমনকি মামলা তুলে না নিলে খুন বা জখম করার হুমকিও প্রদান করে। এ অবস্থায় তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছে।

অভিযোগে জানা যায়, মামলার বাদীর স্বামী জীবিকার তাগিদে মধ্য প্রাচ্যের সৌদি আরবে প্রবাসে থাকার সুযোগে গত ২৭ ডিসেম্বর দুপুরে আসামী জসিম উদ্দিন বাদীকে ঘরে একা পেয়ে যৌন হয়রানির উদ্দেশ্যে তাকে ঝাপটে ধরে। ধস্তাধস্তি করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করলে এসময় তিনি চিৎকার দিলে আশেপাশের মানুষ এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

এসময় তিনি তার দ্বারা স্বাভাবিক ভাবে আহত হন। এ ঘটনা উল্লেখ করে গত ১ জানুয়ারি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত, কক্সবাজারে একটি মামলা দায়ের করেন। এই মামলা হওয়ায় মামলার বাদিনীকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।

এছাড়া বিভিন্ন স্থানে হয়রানিমূলক কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে। তাছাড়া রাতে বাদীর বাড়ির আশপাশে অপরিচিত মানুষের আনাগোনা দেখা দিয়েছে। তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এদিকে, অসহায় মেহরুন নেছা রক্ষা পেতে উখিয়া থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও খবর