পুলিশ হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিনেত্রী রিয়া ১০ বছর পর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট •

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) হুমায়ুন কবির (৪৪) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজিলাতুন্নেছা ওরফে রিয়া ওরফে সুহাসিনী ওরফে অধরাকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর মেরুল বাড্ডা এলাকার সুবাস্তু টাওয়ারে অভিযান চালিয়ে র‍্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের কাঁঠালতলার একটি ভবনে শাহ আলী থানায় কর্মরত এএসআই হুমায়ুন কবিরকে ইনজেকশনে বিষপ্রয়োগ করে শ্বাসরোধে হত্যা করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, অভিযুক্ত রিয়া ২০১৩ সালে এএসআই হুমায়ুন হত্যাকাণ্ডের পর পালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি শুরু করেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি নাম-পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সার্টিফিকেট তৈরি করে ঢাকায় এসে একটি মাল্টিমিডিয়া কোম্পানিতে চাকরি শুরু করেন। রিয়া ২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতের সঙ্গে জড়িয়ে পড়েন।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে রিয়া রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্ত টাওয়ারের একটি বাসায় নিজেকে আত্মগোপন করে বসবাস করে আসছিলেন।

আরও খবর