নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের হামলায় মোহাম্মদ সেলিম নামে রোহিঙ্গাদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম (২৮) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারী নেতা) হিসেবে দায়িত্বরত।
এ সময় প্রথমে তাকে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) ছৈয়দ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের হামলায় এক রোহিঙ্গা সাব-মাঝি গুলিবিদ্ধ হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের রোহিঙ্গা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-