উখিয়া প্রেসক্লাবে ‘সাংবাদিক রফিক উদ্দিন বাবুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি •

উখিয়া প্রেসক্লাবের জমকালো আয়োজনে সাংবাদিক রফিক উদ্দিন বাবুল স্মৃতি আন্ত: ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’২৩ ইং সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ ফ্রেব্রুয়ারী) রাতে ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকের উপস্থিতিতে এ খেলা সম্পন্ন হয়।

এতে দ্বৈত খেলায় আজিজ-শাহীন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাচ্চু ও রতন জুটি এবং একক খেলায় হুমায়ুন কবির জুশানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কাজী হুমায়ুন কবির বাচ্চু।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়াসংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও উখিয়া প্রেসক্লাবের দাতা সদস্য গাজী ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডা: মো: হাসিবুল নাসিম সোহান । উখিয়া আনসারের কোম্পানি কমান্ডার ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্টানে বক্তারা বলেন, উখিয়ার প্রথিতযশা সাংবাদিক মরহুম রফিক উদ্দিন বাবুল ছিলেন অকুতোভয় কলম সৈনিক। তার কলম উখিয়ার প্রত্যন্ত অঞ্চলের দুঃখ দুর্দশা লাঘব ও উন্নয়নের হাতিয়ার ও অন্যায়ের বিরুদ্ধে লেখনীর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তার স্মৃতি স্মরণ করে উখিয়া প্রেস ক্লাবের আয়োজনে এই আন্ত: ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। তার স্মৃতির স্মরণে আগামীতেও এই টুর্নামেন্ট এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এইসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান, উখিয়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু,দপ্তর সম্পাদক শফিউল শাহীন, আবদুল্লাহ আল আজিজ,শহিদ রুবেল, এম ফেরদৌস ওয়াহিদ, ইব্রাহিম মোস্তফাসহ প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জেলা রেফারী সংস্থার সদস্য আলমগীর হোসেন।

উল্লেখ্য, উখিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান মদিনা অটো রাইচ মিলের পৃষ্ঠপোষকতায় উখিয়া প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিক মরহুম রফিক উদ্দিন বাবুল স্মৃতি আন্ত: ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টিত হয়।

 

আরও খবর