কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সদর উপজেলার বৈদ্যের ঘোনা এলাকা থেকে চাঞ্চল্যকর আবছার হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামী বাবু রায়হানকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১৫, কক্সবাজার অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুদরত-খালেক বাহিনী ও লিয়াকত আলী বাহিনী নামের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ২৪ ডিসেম্বর লিয়াকত বাহিনীর নুরুল আবছারকে প্রতিপক্ষরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে ৮দিন পর নুরুল আবছার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার পর হতে এ ঘটনায় জড়িত আসামীরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে অদ্য ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় র্যাব-১৫ এর ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের বৈদ্যের ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মামলার এজাহারভুক্ত ৩নং আসামী ও সদর উপজেলার ঝিলংজা র ৪ নং ওয়ার্ড দক্ষিণ মুহুরীপাড়া (বিসিক এলাকার) ওসমান কালুর পুত্র রায়হান ওরফে বাবু রায়হান (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ গ্রেফতারকৃত আসামী রায়হান এর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫১, তারিখঃ ২৯/১২/২০২২ইং ১৮৬০ সনের পেনাল কোড ১৪৩/১১৪/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬ ধারা মোতাবেক মামলা রয়েছে।
র্যাব-১৫ আরও জানায় গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় ইতিপূর্বে রুজুকৃত মামলা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় সোপর্দ করা হয়েছে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-