কোর্টবাজারে শৃঙ্খলা ফেরাতে তৎপর পুলিশ!

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন ও চার ইউনিয়নের সংযোগস্থল কোর্টবাজারে দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসনে তৎপর হয়ে উঠেছে পুলিশ। যানজট নিরসনের পাশাপাশি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছে উখিয়া থানা পুলিশ।

গত এক সপ্তাহ কোর্টবাজার স্টেশনের বিভিন্ন পয়েন্টে অবৈধ যানবাহন ধরপাকড় অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়। স্টেশনের চৌরাস্তার মুখ অর্থাৎ ভালুকিয়া সড়ক,সোনারপাড়া সড়ক ও কক্সবাজার-টেকনাফ সড়কের দুইদিকে মূল স্টেশন থেকে যানবাহন সরাতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এদিকে,দীর্ঘদিন যাবত ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকলেও উখিয়া থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত অভিযানে অনেকটা শৃঙ্খলায় ফিরে আসে। এতে মূল স্টেশনে যানজট ভোগান্তি কমে গেছে।

উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানায়,গত এক সপ্তাহে থানা পুলিশ সহ অভিযান চালিয়ে ৮০টি অবৈধ যানবাহন জব্দ করে মামলা দায়ের করা হয়েছে। যানবাহনের মধ্যে ডাম্পার,সিএনজি ও টমটম রয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানায়,কোর্টবাজার স্টেশনে যানজট নিরসনে মূল স্টেশন থেকে দূরে পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। যারা অমান্য করতেছে তাদের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও খবর