কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মুন্না,শাহ আলম ও মাসুদ পারভেজ রানাসহ তার সহযোগী ছিনতাইকারীদের নিয়ে সন্ধ্যা বা ভোর রাতে সিএনজি করে শহর ঘুরে বেড়ায় এবং নির্জনে কাউকে পেলে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ভিকটিমের সবকিছু ছিনতাই করে।
তাদের গ্রুপে কয়েকজন নারী সদস্যও রয়েছে যাদের মাধ্যমে বিভিন্ন টুরিস্টদের ব্ল্যাকমেল করে টুরিস্টদের মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে।
পরবর্তীতে এই মোবাইলগুলো শাহ আলম ক্রয় করে রানার নিকট বিক্রি করে এবং রানা এই ছিনতাইকৃত মোবাইলগুলো রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন চক্রের নিকট বিক্রি করত।
দীর্ঘদিন ধরে তাদের এই ছিনতাই কর্মকান্ড চলতে থাকলেও তারা ছিল অধরা। কক্সবাজার শহর যেন মোবাইল ছিনতাইকারী চক্রের অভয়ারণ্য হয়ে উঠছিল।
অবশেষে বিশেষ এক অভিযানে মোবাইল ছিনতাই চক্রের প্রধান মুন্না এবং রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকারী শাহ আলম ও রানাকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
উদ্ধার হয়েছে বিভিন্ন কোম্পানীর ১৮টি চোরাই মোবাইলও।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১৫, কক্সবাজার অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-১৫ গোপন সূত্রে অবগত হয় যে, কক্সবাজার বাস টার্মিনাল হতে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টায় র্যাবের এক অভিযানিক দল পৌরসভা ১২নং ওয়ার্ডস্থ কলাতলী আদর্শ গ্রামের রাস্তার মুখে মৌ ভাইনার ঢাবা নামক রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
তল্লাশীর একপর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে পৌরসভার ১২নং ওয়ার্ড কলাতলী দলিয়ারছড়িপাড়া(হামিদারবাড়ীর মৃত নূর মোহাম্মদ এর পুত্র মোঃ মুন্না (২৫), পৌরসভার৫নং ওয়ার্ড চাঁন্দেরপাড়া, মোবারক আলীর বাড়ীর মোবারক আলীর পুত্র মোঃ মাসুদ পারভেজ রানা (২৫), পৌরসভার ঘোনারপাড়া, কসাই রাজুর বাড়ীর পার্শ্বে ৯নং ওয়ার্ড, বর্তমান সাং-কলাতলী চন্দরীমাঠ, এখলাসের বাড়ীর পার্শ্বে, ১২নং ওয়ার্ড এলাকার শাহ আলম (২৫) আটক করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে বিভিন্ন কোম্পানীর ১৮টি চোরাই মোবাইলসহ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করে, গ্রেপ্তারকৃত
অদ্য উপরোল্লিখিত চোরাই মোবাইলসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
র্যাব-১৫ আরও জানায়,আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-