কক্সবাজারে তাহের ও মঞ্জু গ্রুপের প্রধানসহ আটক ৮

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাহের ও মঞ্জু গ্রুপের প্রধানসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কবিতা মঞ্চের পিছনের ঝাউবনের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রবিউল আলম (৩৫), রমজান আলী (৩৫), ওসমান (৩২), মঞ্জুর আলম(৩০), মোঃ জোবায়ের (৩৫), মোঃ তাহের (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (২৮), নবী হোসেন (২৭)।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সূত্রে জানতে পারি কক্সবাজার শহরের কবিতা মঞ্চের পিছনে শৈবাল ঝাউবনের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য সমবেত হয়ে অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, বৃহস্পতিবার আনুমানিক রাত ২টর দিকে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ৮ ব্যক্তি দিক-বিদিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় কাঠের বাট যুক্ত রামদা, ৩টি দেশীয় লোহার বাট যুক্ত কিরিচ, ১টি দেশীয় লোহার বাট যুক্ত ছুরি ও ২টি দেশীয় টিপ ছুরি জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একত্রে সমবেত হয়ে পরস্পর জ্ঞাতসারে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণপূর্বক সমুদ্র সৈকতে আগত পর্যটকদের মোবাইল টাকাসহ ছিনতাই/ডাকাতি করার জন্য উক্ত স্থানে ওতপেতে ছিল বলে স্বীকার করে।

দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আটককৃত ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করে হস্তান্তর করা হয়েছে

আরও খবর