কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবির) সদস্যরা।
১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাজাপালং ইউনিয়নের তুলাতুলি জলিলের গোদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক যুবক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের ছেলে মো: শরিফ হোসেন (২১)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল জানতে পারে, মায়ানমার থেকে বিপুল পরিমানে ইয়াবার একটি চালান আসছে। তারই ধারাবাহিকতায় টহল টিম রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে ধৃত করে। পরবর্তীতে তার কাছ থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামীকে ইয়াবা’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত মাদক ও চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে চার কোটি তেত্রিশ লক্ষ ছয়শত চুরানব্বই পিস বার্মিজ ইয়াবা ও ১.০৩০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)’সহ ৮ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-