টেকনাফ অফিস •
টেকনাফের হ্নীলা ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
১১ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩টার দিকে অত্র উপজেলার হ্নীলা ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত দুই পক্ষের কর্মসুচিকে কেন্দ্র করে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে উভয় দলের কর্মিদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে দুই দলের ধাওয়া, পাল্টা-ধাওয়া, ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কর্মীদের জানায়, হ্নীলা স্টেশনে ইউনিয়ন বিএনপির সভাপতি আহবায়ক আলী আহম্মদের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচি শেষে হ্নীলার উপজেলার বিএনপির নেতাকর্মীরা মোড়ে সমবেত হয়।
এতে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর নেতৃত্ব আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির উপর ইট পাটকেল ছোঁড়ে এবং গুলি চালায়। এ ঘটনায় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ২০ জন আহত হয়।
এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে আমাদের উপর হামলা চালিয় গাড়ী ভাংচুর চালায়। আমাদের মিছিল চলাকালে বিএনপির নেতাকর্মীরা আদের উপর হামলা চালায়।
এ সময় আত্মরক্ষার্থে আমি উপরের দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করি । তাদের হামলায় আমাদের ১০-১২ দলীয় নেতাকর্মীরা আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
হামলার অভিযোগ অস্বীকার করে টেকনাফ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জানান, আমদের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি শেষে ফেরার পথে অর্তরকিভাবে চেয়ারম্যান রাশেদের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় গুলি বর্ষন করে তারা। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজনকে নেতাকর্মী আহত হয়েছে।’
দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আমদের পুলিশ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-