আন্তর্জাতিক ডেস্ক •
তুরস্ক-সিরিয়ায় গত সোমবার এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত ২১ হাজারের বেশি নিহত হয়েছেন।
ভূমিকম্পের বেশ কয়েকদিন পার হলেও জীবিত লোক উদ্ধারের নতুন নতুন অলৌকিক খবর উঠে আসছে।
তেমনি একজন আদনান মুহাম্মেদ করকুত (১৭)। তাকে ভূমিকম্পের ৯৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের এক বিধ্বস্ত ভবনের নিচে চাপা পরে ছিল আদনান। প্রদেশটির শেহিতকামিল জেলার ভবনের ধ্বংসস্তুপ থেকে তাকে গতকাল বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা উদ্ধার করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-