১১ ফেব্রুয়ারি উখিয়ার প্রত্যেকটি ইউনিয়নে পদযাত্রা করবে বিএনপি ও অঙ্গ সংগঠন

প্রেস বিজ্ঞপ্তি:


গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে উখিয়ার সকল ইউনিয়নে ইউনিয়ন পদযাত্রা সফল করতে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি ও হুইপ শাহজাহান চৌধুরী।

উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে সিঃ সহ-সভাপতি জুহুর আহমদ চৌধুরী, সিঃ-যুগ্ন-সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিবসহ সাংগঠনিক আট ইউনিয়ন বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল ও তাতী দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির চলমান আন্দোলনে সাধারণ মানুষদের শরিক করতে এবং দাবি আদায়ের বার্তা প্রান্তিক মানুষদের কাছে পৌছে দিতে ১১ ফেব্রুয়ারি শনিবার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন শান্তিপূর্ণভাবে পদযাত্রা করবে জানিয়েছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এডভোকেট শাহ আমিন চৌধুরী।

আরও খবর