কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুর ১ টায় সমুদ্র সৈকতের রামু উপজেলার দরিয়ানগর পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিমেল রায়।
হিমেল রায় বলেন, সাগর থেকে কূলে ভেসে আসা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশের এ পরিদর্শক। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তিনি জিন্স প্যান্ট ও শীতের জ্যাকেট পরা ছিলেন। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোর রাতের যে কোন সময়ে তার মৃত্যু হয়েছে।
পরিদর্শক বলেন, এটি নিছক কোন দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তার নিশ্চিত কোন তথ্য নেই। ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ খোঁজ খবর নেয়া অব্যাহত রেখেছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-