উখিয়ায় সওজের জায়গায় অবৈধ স্থাপনা: চলছে ব্যবসা!

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের উখিয়া উপজেলা গেইট ও উখিয়া মিনি স্টেডিয়াম প্রবেশ পথ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্হাপনা নির্মান করে এক শ্রেণীর ভূমি জবরদখলকারীরা দীর্ঘদিন ধরে রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের ১৯৯৪/৯৫ ইং ৯৬০ নং গেজেট মুলে ও ১৯৯৫ ইং সালে ১৬/৯৩-৫৪-৫৫ ভুমি হুকুম দখল নথিমুলে সড়ক ও জনপথ বিভাগের জন্য সংরক্ষিত কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ওয়ালাপালং মৌজার ৬৬৭০, ৬৬৬৭১, ৬৬৭৫ দাগান্দরের জায়গা গুলো জৈনক নুরুল আলম, শাহ আলম ও হেলাল উদ্দীন গং’রা দীর্ঘদিন যাবৎ জবর দখল করে ভোগ করে আসছে।

কিন্ত বাংলাদেশ সরকার উপরোক্ত গেজেট/হুকুমনামা জারি করণের মাধ্যমে জায়গা গুলো সড়ক ও জনপথ বিভাগের আওতায় অন্তর্ভূক্ত করলেও উক্ত ভুমি দস্যুরা সরকারের আদেশ ও বিবেচনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বছরের পর বছর স্হাপনা বলবৎ রেখে ব্যবসা চলিয়ে যাচ্ছে।

৬৬৭০ দাগের ১৫ শতক,৬৬৭১ দাগের ০৮ শতক এবং উখিয়া খাদ্য গুদাম রোড সংলগ্ন ১১ শতক জমি গুলো সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি, বর্তমানে তৎসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের একটি পরিত্যাক্ত অফিস থাকা সত্বেও অদৃশ্য কারণে উক্ত জবর দখলকরীরা কি ভাবে অদ্যবদি সড়ক ও জনপথ বিভাগের আওতাকৃত সম্পদ ভোগ দখল করে আসছে তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ অবৈধ স্হাপনার কারণে পার্শ্ববর্তী এলাকাবাসীর যেমন যাতায়াতের অসুবিধা হচ্ছে অন্যদিকে উখিয়া উপজেলা গেটে যানজট, জনসাধারণের যাতায়াতের ব্যাপক বাধা সৃষ্টি এবং মাঠের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে বলে সচেতন মহল উদ্ধিগ্ন প্রকাশ করছেন।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

আরও খবর