ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ার ইনানী রেঞ্জের ছোয়ানখালী বিটে সংরক্ষিত বনভূমি দখল, স্থাপনা নির্মাণ যেনো থামছেই না। সামাজিক বনায়নের জায়গার উপর নির্মিত হচ্ছে নতুন নতুন ঘর। বিট কর্মকর্তা ও হেডম্যানদের ম্যানেজ করেই এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানায়, এখানে বনের জায়গার উপর ঘরতে হলে মিয়া(বিট কর্মকর্তা) কে ম্যানেজ করতে হয়। বিল্ডিং করতে হলে ৫০হাজার টাকা ও মাটির ঘর করতে হলে ৪-৫হাজার টাকা দিতে হয়। অন্যথায় ঘর করতে দেয়না বলে জানায়।
বিষয়টি নিয়ে ছোয়ানখালী বিট কর্মকর্তা জানায়,যেটা স্থাপনা নির্মাণের ছবি নিছেন সেটা ৭-৮ বছর আগের। কিছু মানুষে মিথ্যা ভুয়া কথা বলে। আমরা যেটা জানি সেটা পদক্ষেপ নিই। আমি আসার পর থেকে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ড্রেজার মেশিনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান,ছোয়ানখালী বিটে কোনো ড্রেজার মেশিন নেই। ড্রেজার মেশিনের খবর পাওয়ার সাথে সাথে আমরা সবখানে খোঁজ নিছি। কিন্তু কোথাও ড্রেজার মেশিন নেই এটা চ্যালেঞ্জ করে বলছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-