নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় মামুনুর রশীদ (২৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তার সাথে থাকা আরও এক বন্ধু।
নিহত কলেজ ছাত্র কক্সবাজার পৌরসভার (৭নং ওয়ার্ড) রুমালিয়াছড়া এলাকার ঠিকাদার মৃত হারুনুর রশিদের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
বর্তমানে তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্মে ময়নাতদন্তের স্বার্থে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেরিনড্রাইভের পার্শ্ববর্তী পাটুয়ারটেক রূপপতি ব্রীজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে থেকে কক্সবাজার মুখী মোটরসাইকেলটি পাটুয়ারটেক রূপপতি ব্রীজে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মামুনুর রশীদ ঘটনাস্থলেই মারা যান। ওসময় তার সাথে থাকা বন্ধুও গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়ে রাত ৯টার দিকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নিহত ব্যক্তিকে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাটি ঘটেছে বলেও তিনি ধারণা করেন। এসময় নিহত ব্যক্তির সঙ্গে থাকা বন্ধুকে আহতাবস্থায় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নিহতের পরিবার সূত্র জানায়, মামুনুর রশীদ তার বন্ধুকে নিয়ে টেকনাফ ঘুরতে গিয়েছিলো। পরে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু ঘটেছে।
এদিকে মামুনুর রশীদ এর মৃত্যুর খবরে তার পরিবার এবং বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। cs
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-