ডাক্তার টিটুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

টেকনাফ অফিস •


টেকনাফ হাসপাতালের সাবেক এক ডাক্তারের বিরুদ্ধে নার্সের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়শন (বিডিএনএ) সভাপতি ও মহাসচিব যৌথভাবে একটি বিবৃতি দিয়েছে। অভিযুক্ত ডাক্তার টিটু চন্দ্র শীল টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (বর্তমানে জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত)।

অভিযুক্ত ডাক্তারের শাস্তি দাবি করে বিডিএনএ-এর বিবৃতিতে উল্লেখ করেন, ডাঃ টিটু চন্দ্র শীল বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ হেলথ ক্যাম্প এবং বিভিন্ন সেন্টার উদ্বোধনি অনুষ্ঠানে কর্মরত মহিলা নার্সদের দায়িত্বপালনকালে বিভিন্ন বাজে বাচনভঙ্গি, আপত্তিকর মন্তব্য ও সুযোগ সুবিধা প্রদানের লোভ দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছে।

তারই সূত্রে ধরে সম্প্রতি গত ২৬ জানুয়ারি সেন্টমার্টিনে টেলি মেডিসিন সেন্টার উদ্বোধনকালেও নার্সদের কু-প্রস্তাব দেন। এসময় প্রস্তাবে রাজী না হলে তাদের বিভিন্ন হয়রানী ও ভয়-ভীতি দেখালে নার্সরা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন। পরে বিষয়টি তাঁরা (নার্সরা) বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিযয়েশন (বিডিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদকে অবহিত করে। ডাক্তার টিটু বর্তমানে জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত আছেন। সে সিভিল সার্জনের একান্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত। সে-সুবাধে এসব অপকর্মগুলো চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তুলেন।

এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন (বিডিএনএ) এর সভাপতি মো.মোস্তাফিজুর রহমান জানান, ‘আমাদের দুইজন নার্স সরকারি অনুষ্টানে অংশ নিতে আগের দিন সেন্টমার্টিনে পৌছে। সেদিন রাতে ডাক্তার টিটু নার্সদের ঢেকে একটি হোটেলে মদ্যপান-নাচের প্রস্তাব দেয়। এসময় তাদের কু-প্রস্তাব প্রদান করেন। এতে রাজি না হলে তাদের হুমকি প্রদান করে। পরে তারা ভয়ে সেখানে থেকে চলে এসে বিষয়টি আমাদের অবহিত করে। এর আগেও ডাক্তার টিটুর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনা আসলে ন্যক্কারজনক। আমরা তার (ডাক্তারের) দৃষ্টান্তমুলক শাস্তি চায়।’

অভিযুক্ত ডাক্তার টিটু চন্দ্র শীল জানান, ‘এই গুলো মিথ্যা গল্প। মূলত আমার সম্মান ক্ষুন্ন করতে এ ধরনে অপপ্রচার চালাচ্ছে।’

জানতে চাইলে কক্সবাজার জেলা সিভিল সার্জেন ডা. মাহাবুবুর রহমান জানান, ‘আমার কাছে সবাই আপনজন। শুধু একজন ঘনিষ্ট বাকিরা পর এমন না। অভিযোগের বিষয়টি তারা (নার্সরা) আমাকে অবহিত করলে, অবশ্যই আমি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিব।’

আরও খবর