জার্নাল ডেস্ক •
একটি হত্যা মামলায় পিতা, পুত্র ও স্ত্রী সহ তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিত আসামীর একজনকে ৫০ হাজার টাকা এবং অপর ২ আসামীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার ৩১ জানুয়ারি কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলো : মোঃ মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর এর পুত্র মোঃ ফোরকান, মোঃ মকবুল এর পুত্র মোঃ মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর, মোঃ মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর এর স্ত্রী আমিনা খাতুন। তাদের প্রত্যেকের বাড়ি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-