টেকনাফে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

টেকনাফ অফিস •


কক্সবাজারের টেকনাফে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ তোফায়েল আহমদ প্রকাশ রুবেল (৩৫) ও মো. জিয়াবুল (২১) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে আরও একজন।

রবিবার (২৯ জানুয়ারি) উপজেলা সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কক্সবাজার র‌্যাব-১৫।

গ্রেপ্তার রুবেল কক্সবাজার মধ্যম লাইট হাউস এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে জিয়াবুল টেকনাফ সদর ইউনিয়নের কচুবুনিয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ডের কবির আহমদের ছেলে।

সোমবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, রবিবার রাত ১০টায় মহেশখালীয়াপাড়া টেকনাফ জিরো পয়েন্ট হতে মেরিন ড্রাইভগামী রাস্তার সি-বিচ পয়েন্ট মোড় পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের শরীর তল্লাশী করে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত ৪টি মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় এক ব্যক্তি পলাতক রয়েছে।

আরও খবর