চট্টগ্রাম •
রাজধানীর হাতিরঝিল ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের একটি দল।
গ্রেপ্তাররা হলো- মো. ইয়াছিন, মো. আলী হোসেন ও মো. হাবিবুল্লাহ। পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াছিন ও আলী হোসেন বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে হাতিরঝিল ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, কয়েকজন মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকার ইজতেমা ময়দানের দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি এলে পুলিশ মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়। পরে বাস থেকে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিনে গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
একই দিনে আরেকটি অভিযানে গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-