গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীদের মুক্তিপণ বানিজ্য এখনো অব্যাহত রয়েছে।
সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারী (শুক্রবার) হোয়াইক্যং চাকমারকুল এলাকা থেকে ৬ রোহিঙ্গা অপহৃত করে। এরপর তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করে ১৪ জানুয়ারী(শনিবার) সন্ধ্যায় ৬ রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে গণমাধ্যম কর্মিদের জানিয়েছেন আশ্রয় শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-এর অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।
তিনি আরও জানান, উক্ত ঘটনার সাথে জড়িত চাকমারকুল এলাকার স্থানীয় বাসিন্দা মো.বিল্লাল নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাইরে কাজের সন্ধানে বের হলে একদল ‘পাহাড়ি সন্ত্রাসী’ তাদের ধরে নিয়ে যায়। এরপর তাঁদের (অপহৃত) পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীর।
এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম জানান, ‘পাহাড়ি সন্ত্রাসীরা ৬ জন রোহিঙ্গাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। খবর পেয়ে আমরা কয়েকটি জায়গায় তাদের উদ্ধার করার জন্য আমাদের সদস্যরা অভিযান চালায়। পরে শনিবার সন্ধায় তাদের ছেড়ে দেয়। ফেরত আাসা অপহৃতদের আমরা জিজ্ঞেসাবাদ করছি। প্রাথমিকভাবে জেনেছি ছয় জনের কাছ থেকে তিন লাখ মুক্তিপণ আদায় করেছে সন্ত্রাসীরা।
তাদের স্বীকারোক্তি মতে এ ঘটনায় স্থানীয় ওই অপহরণকারীকে আটক করা হয়েছে। এর সাথে জড়িত বাকিদের খোঁজে বের করার চেষ্টা করছি।’
মুক্তিপণে ফেরত আসা রোহিঙ্গারা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা জাহিদ হোসেন (৩৩) একই শিবিরের মো. ইদ্রিস (২০),মো. ফরোয়াজ (৩৯), মো. জোহার (৩১), মোহাম্মদ নূর (৩৪) ও নুরুল হক (৩১)।
এদিকে সর্বশেষ গত ৮ জানুয়ারী টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ফসলি জমি পাহারা দিতে গিয়ে ৪ কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। পরে তাঁরা ৪জন দুই দফায় ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসে।
এছাড়া বিদায়ী ২০২২ সালের ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ শিকার করতে গিয়ে অপহরণের শিকার হয় ৮ ব্যক্তি। পরে তারাও ৬ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তারা ফিরে এসেছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-