সরওয়ার কামাল, মহেশখালী •
মহেশখালীর সোনাদিয়ার দ্বীপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে নতুন বছর ২০২৩ সালের প্রথম দিন থেকে বহিরাগতদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।
১লা জানুয়ারী সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রনব কুমার চৌধুরী।
তিনি বলেন, বিশেষ প্রয়োজনে বহিরাগত কারো রাত্রিযাপন করতে হলে অনুমতি নিতে হবে।
তবে দিনের বেলা সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোন বাঁধা নেই। কিন্তু তাদের বিকাল ৪টার মধ্যে সোনাদিয়া দ্বীপ থেকে ফিরে আসতে হবে।
তিনি আরো বলেন, বাণিজ্যিক ভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে দিচ্ছেন, তাদেরকে তা বন্ধ করতে হবে অন্যতায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনের এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। কারণ বহিরাগত পর্যটকেরা সেখানে গিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে লিপ্ত হন।
এমনকি ইয়াবা বেচাকেনার অভিযোগ ও উঠে। এছাড়াও এক সময় সোনাদিয়া দ্বীপে ফুসলিয়ে মানুষ নিয়ে গিয়ে মালয়েশিয়া পাচার করা হতো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-