চট্টগ্রাম •
পটিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মনসা চৌমুহনী এলাকায় চেয়ারকোচ, হাইয়েস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোছলেহ উদ্দিন টিপু (৫০)। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার পুত্র মিনহাজ উদ্দিন রাফি (২১)।
নিহত টিপু উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মরহুম খলিলুর রহমানের পুত্র। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে কক্সবাজারমুখী একটি হাইয়েস চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উপজেলার মনসা চৌমুহনী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ঈগল পরিবহনের চেয়ারকোচ ও মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোছলেহ উদ্দিন ও তার পুত্র গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মোছলেহকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং গুরুতর জখম হওয়া রাফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার ফয়জুল আবেদীন সজীব জানিয়েছেন, নিহত মোছলেহ উদ্দিন টিপু তাদের আত্মীয় ও প্রতিবেশী। প্রতিদিনের মত সকালে পুত্রকে মোটরসাইকেলে নিয়ে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশ বিকাশ সরকার জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলসহ দুর্ঘটনার শিকার গাড়ি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। চমেক হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা টিপুকে মৃত্যু ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-