ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড়ি মাটি পাচারকালে ডাম্পার জব্দ করেছেন বন বিভাগ।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা, মোঃ সাজ্জাদুজ্জামান হরিণমারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্র আইন লংঘন করে অবৈধ ভাবে পাহাড় কেটে ডাম্পার যোগে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। এতে করে পরিবেশের বিরুপ প্রভাব সৃষ্টি হয় ।
তিনি আরও বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সরকারি জমি দখলদার ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কেউ ছাড় পাবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। বন রক্ষায় যা যা করণীয়, সে সব কাজ চালিয়ে যাওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-