কেন্দ্রীয় সনদ পরিক্ষায় উখিয়ার মাদরাসা মারকাযুল হিদায়াহ’র সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি •

নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের অধীনে কেন্দ্রীয় সনদ পরিক্ষা (৩য় শ্রেণী)র ফলাফলে অসাধারণ সাফল্যে রেখেছে উখিয়া উপজেলার শিশুদের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা মারকাযুল হিদায়াহ।

২০২২ সালে অনুষ্ঠিত পরিক্ষায় মাদরাসা মারকাযুল হিদায়াহ থেকে ৩য় শ্রেণীর ১০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাসের হার ১০০% এবং জিপিএ-৫ অর্জন করে ৯ জন।

কেন্দ্রীয় সনদ পরিক্ষায় সাফল্য ধরে রাখার ব্যাপারে মাদরাসা মারকাযুল হিদায়াহ এর পরিচালনা কমিটির সদস্যরা বলেন, ‘শিশুদের পরীক্ষায় সেরা ফলাফল অর্জন আমাদের অভিজ্ঞতা ও সর্বাত্মক প্রচেষ্টার ফসল। শিশুবান্ধব পড়ার পরিবেশ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা ছিল বলেই আমরা প্রত্যাশা মতো ভালো ফলাফল করেছি।’ বিজ্ঞপ্তি

আরও খবর