কক্সবাজারে ১৯১ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৩

চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ার একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১৯১টি চোরাই মোবাইলসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে চকরিয়া থানার পাশে শপিং কমপ্লেক্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বনজাগিরপাড়া এলাকার সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ও চকরিয়া বরইতলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বানিয়ার ছড়া এলাকার আবু তাহের।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

তিনি বলেন, গোপন সংবাদে চকরিয়া থানার পাশে শপিং কমপ্লেক্স মার্কেটের নিচ তলায় লাইভ টেলিকম-১, লাইভ টেলিকম-২ ও লাইভ টেলিকম -৩ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি দোকান থেকে দামি ব্রান্ডের বিভিন্ন মডেলের ১৯১টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা। উদ্ধার মোবাইলের মধ্যে ১০০টি মোবাইলে আইএমই আই থাকলেও বাকি ৯১টি-তে আইইএম আই নাই। আটকরা প্রাথামিকভাবে স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চোরাই মোবাইল কারবারিদের যোগসাজশে মোবাইল এনে বিক্রি করত। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর