আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আজ ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার মোঃ ইলিয়াস এর বসত বাড়িতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক হয় বলে কক্সবাজার জার্নালকে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
তিনি জানান,র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মোঃ ইলিয়াসের বসত বাড়িতে এক অভিযান পরিচালনা করলে তিন মাদক কারবারি পালিয়ে যাওয়ার প্রাক্কালে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেহ ও বাড়ির আশপাশ এলাকা তল্লাশী করে এবং বাড়িটির উত্তর পাশে মাটির গর্ত থেকে এক লাখ ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার মোঃ ফকিরের ছেলে মোঃ ইলিয়াছ (৫০), উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়াপালং এলাকার মোঃ জয়নালের পুত্র মোঃ হারুন ও উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম পাইন্যাশিয়া এলাকার নুরুল হকের পুত্র খাইরুল আমিন।
এদিকে, ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে টেকনাফসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-