“সবার উপরে মানুষ সত্য”-স্লোগানে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ:
“সবার উপরে মানুষ সত্য”-এ স্লোগানকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৬ ডিসেম্বর) দুপুরে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। তিনি বলেন,” কোস্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা ঢলের পর থেকে নতুন নতুন প্রকল্প নিয়ে ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গাদের সেবা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আমাদের মাঝে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল শ্রেণিপেশার মানুষের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কোস্ট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আজকে হাইওয়ে পুলিশের এ চত্বর থেকে বলতে চাই,সড়কের শৃঙ্খলা ফেরাতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে।”

প্রধান অতিথি ছিলেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন,”আমরা সবাই মিলে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সড়কে অদক্ষ চালক,ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু তাতে পরিপূর্ণ ফলাফল আসতে সামাজিক সচেতনতার বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের এরকম সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজনের জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

আরও বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে,ইউপি সদস্য হেলাল উদ্দিন,ইউপি সদস্য নুরুল কবির,মীর শাহেদুল ইসলাম, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,সুজন উখিয়ার সভাপতি নুর মোহাম্মদ সিকদার, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মান্নান সহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মিজান বাহাদুর।

আরও খবর